৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহর বক্তব্যকে অসত্য বলেছেন বর্তমান রেজিস্ট্রার

আমাদের প্রতিদিন
3 weeks ago
27


আনোয়ার হোসেন,বেরোবি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বক্তব্যকে অসত্য বলেছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।

আজ ২২আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার )প্রেরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিবৃতি তিনি বলেন, গত কয়েকদিন আগে একটিবার সরকারি টেলিভিশন চ্যানেলে টকশো করতে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডঃ নাজিবুল আহসান কলিম উল্লাহ রেজিস্ট্রার সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করেছেন।

রেজিস্ট্রার বলেন, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, দেশে ও বিদেশে ইঞ্জিনিয়ারিং এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত। দেশের বাইরে দীর্ঘদিন তিনি ইউএনডিপিতে চাকরি করেছি। দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রধান প্রকৌশলী ও রেজিস্ট্রার এর দায়িত্ব পালন করেছি।

অথচ আমার সম্পর্কে মিথ্যাচার করে ড. নাজমুল আহসান কলিমুল্লাহ তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে উল্লেখ করেছেন এবং আমার নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি আরও বলেন, আমি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছি কোন অঞ্চল প্রাধান্য দিয়ে নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস এর বাড়ি ও আমার বাড়ি একই এলাকায় হতে পারে কিন্তু তাকে জড়িয়েও আমার সম্পর্কে যেসব তথ্য উপস্থাপন করেছেন তা সত্য নয়। বরং এসব অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে তিনি অসম্মানিত ও বিতর্কিত করার অপপ্রয়াস চালিয়েছেন।ভবিষ্যতে সত্য তথ্য উপস্থাপনের জন্য তিনি সাবেক উপাচার্য ডঃ নাজমুল হাসান কলিমুল্লাহকে আহবান জানিয়েছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়