২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

বিরলে শ্যালিকার শিশুকন্যাকে র্ধষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা: খালু আটক

আমাদের প্রতিদিন
2 weeks ago
49


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে শ্যালিকার মেয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে খালুকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় ভিকটিমের আরেক খালু বাদী হয়ে ভায়রার বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করেছে।

এজাহার সুত্রে জানা গেছে, বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের জগতপুর গ্রামের ঠাটারীপাড়ার মৃত নছির উদ্দীনের ছেলে নুর নবী (৫০) এর ৪৫ বছর বয়সী শ্যালিকা কন্যার প্রায় ৬ বছর বয়সে বিধবা হয়। স্বামী মারা যাওয়ার বেশ কিছু দিন পরে নু রনবী এর বিধবা শ্যালিকা অন্যত্র বিয়ে করে। শ্যালিকার ৬ বছর বয়সী কন্যাকে দুলাভাই নুর নবী (৫০) পালিত মেয়ে হিসেবে নিয়ে আসে। প্রায় ৬ বছর থেকে খালু নুর নবীর বাড়িতেই বসবাস করে আসছে ভিকটিম মেয়েটি। প্রতিদিনের ন্যায় গত ২১ আগষ্ট রাতে খাওয়া শেষে ওই শিশু কন্যা তার শয়ন ঘরে ঘুমিয়ে পরে। রাত আনুমানিক ১১ টার দিকে নুর নবী কৌশলে পালিত মেয়ের ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করে। সে সময় চিৎকার করলে নুর নবী পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা লম্পট নুর নবী (৫০)কে আটক করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিরল থানার পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ভিকটিমের আরেক খালু সৈয়দ আপেল মাহমুদ (৪৫) বাদী হয়ে বড় ভায়রা নুর নবীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় বিরল থানায় একটি মামলা (নং—৮/১৬৮) দায়ের করে। গ্রেফতারকৃত আসামী নুর নবীকে ২৩ আগস্ট শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব—ইন্সপেক্টর (নিরস্ত্র) বাবুল চন্দ্র রায় ঘটনার বিষয় ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়