বদরগঞ্জে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায়‘সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন’ অনুষ্ঠিত
আঞ্চলিক প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে ‘রাজনৈতিক ধমীর্য় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি- সম্প্রীতি’ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট)পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এম্বাসেডর অধ্যাপক পরিতোষ চক্রবতীর্। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর (পিএফজি) আয়োজনে ওই সম্প্রীতি সমাবেশ করা হয়।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দের সুত্রে জানা যায়, দেশের বিরাজমান পরিস্থিতিতে রাজনৈতিক, ধমীর্য় ও জাতিগত সহিংসতা পরিহার করে সর্বত্র সৌহার্দ্য সম্প্রতি ও মৈত্রির সেতুবন্ধন তৈরি করতে মানববন্ধন করা হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক এমপি জেলা ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আলী সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক আজিজুল ইসলাম, জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মোফাজ্জল হোসেন সরদার, জাপার সদস্য সচিব মাসুদ রানা সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মেনহাজুল হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, পিএফজির সদস্য সহকারি অধ্যাপক রায়হান হাবিব ও সহকারি অধ্যাপক তাজকুর রহমান, বিএনপির নেত্রী সাহেদা হাসান, জাপা নেতা বজলুর রশি বুলেট, পিএফজির এরিয়া সমন্বয়ক আব্দুর রউফ প্রমুখ। উপস্থিত ছিলেন, অধ্যাপক আফজাল হোসেন প্রামানিক, বিএনপি নেতা সাইদুল ইসলাম, সৈরুল হুদা ও মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করে সুজনের বদরগঞ্জ শাখার সম্পাদক সাংবাদিক মাহফুজার রহমান ও পিএফজির জেলা সমন্বয়ক ফরিদা ইয়াসমিন।