রাষ্ট্র সংস্কারের দাবিতে কুড়িগ্রামে সুজন এর মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি:
রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে কুড়িগ্রামে সুশাসনের জন্য নাগরিক-সুজন'র উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম দুর্নীতি প্রতিরোধে কমিটির সাবেক সভাপতি সামিউল হক নান্টু, সচেতন নাগরিক কমিটি-সনাক'র সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সুজন সভাপতি খন্দকার খায়রুল আনম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সুজন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সূর্য, এডভোকেট মহব্বত বিন খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, ফেনীসহ দক্ষিণাঙ্চলের ১২টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ৯লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন জরুরিভাবে এসব মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি ছাত্র জনতার যে বিজয় সেই বিজয় ধরে রাখতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এজন্য একটি গণতান্ত্রিক-অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।