২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

গোবিন্দগঞ্জে মুক্ত রোভার স্কাউট গ্রুপের দুই দিন ব্যাপী দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

আমাদের প্রতিদিন
2 weeks ago
43


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গোবিন্দগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ গোবিন্দগঞ্জ গাইবান্ধা ইউনিটের ২ দিন ব্যাপী ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গোবিন্দগঞ্জ কুঠিবাড়ী শিশু নিকেতন স্কুল মাঠে  ২৩ ও ২৪ আগষ্ট ২ দিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত দীক্ষা অনুষ্ঠানে  হাইকিং, স্কাউটওন, ক্যাম্প ফায়ার, ভিজিল, আলোচনা সভা ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। গাইাবান্ধা জেলা রোভার এর কমিশনার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজের সহকারী অধ্যাপক ছাইদুর রহমান, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সহ—সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মিথুন বানু, গোবিন্দগঞ্জ থানার এএসআই হাবিবুর রহমান, গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট এর নির্বাহী সদস্য মোছাঃ ফেরদৌসী আকতার প্রমুখ। অনুষ্ঠানে দীক্ষা পাঠ করান গোবিন্দগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল। রোভার সহচর পর্যায়ের ৪ জন সদস্যকে ব্যাজ পরিধান, দীক্ষা প্রদান ও সনদ প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়