২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্চিত করার প্রতিবাদে দিনাজপুরে শিক্ষক সমাজের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 week ago
80


দিনাজপুর প্রতিনিধি:

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, জোর পূর্বক পদত্যাগ ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছেন শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনের আয়োজন করে দিনাজপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোট।

এসময় শিক্ষকরা অভিযোগ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জোর করে প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পদত্যাগ করতে বাধ্য করছে। এছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষকদের লাঞ্চিত করছে, যা শিক্ষক সমাজের জন্য অপমানজনক। কোন শিক্ষক যদি দোষ করে থাকে তাহলে নিয়মানুযায়ী তাকে অপসারণ করা হোক। কিছু কুচক্রি মহল শিক্ষার্থীদের দ্বারা এই সব কর্মকান্ড করাচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পদক আব্দুর রহিম, দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মাদরাসা শিক্ষক সমিতির আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়