পীরগঞ্জে দুই পক্ষের মারামারি-১ জনের মৃত্যু
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির সময় সলিরাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে সকালে দানাজপুর গ্রামের সলিরামের পরিবারের সাথে একই এলাকার সুশীলের পরিবারের মারামারি হয়। মারামারির এক পর্যায়ে সলিরাম অসুস্থ হয়ে পরে এবং সাথে সাথেই তার মৃত্যু হয়। আহত হয় কান্ত নামে আরো একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দুপুরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।