৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

রংপুর থেকে মাদক, সন্ত্রাস দূর করে  শান্তির জেলা প্রতিষ্ঠা করতে চাই

আমাদের প্রতিদিন
1 week ago
111


সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নয়া এসপি’র

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলার শান্তি শৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সকলে ইনসাফ প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করবো। আল্লাহ অবিচারকে ঘৃণা করেন। আমি অবিচারের বিরুদ্ধে আমার ছোট পরিসরে কাজ করে যেতে চাই। আমরা সবাই মিলে কাজ করবো।

তিনি বলেন, প্রতিটি অপরাধী তার জীবদ্দশায় শাস্তি পেয়ে যায়। এর মধ্যে কোন ভুক্তভোগী সেটি দেখতে পায়, আবার কেউ দেখতে পায় না। আমরা রংপুর থেকে মাদক, সন্ত্রাস দূর করে শান্তির জেলা প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন, আমি গ্রামে বড় হয়েছি।  আমার গায়ে কাঁদামাটির গন্ধ। যারা লুঙ্গি পড়ে গ্রাম—গঞ্জে কাজ করেন, তারা যখন ন্যায্য বিচার পান না তাদের কষ্ট আমি বুঝি। আমার কাছে কেউ গুরুত্বপূর্ণ ৃনয়, আবার সবাই গুরুত্বপূর্ণ। কাউকে অসম্মান করার অধিকার কেউ রাখে না। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাসহ নতুন বাংলাদেশকে টেকসই করতে সবার সহযোগিতা চান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রাজিয়া সুলতানা, ইফতেখায়ের আলমসহ গণমাধ্যম কর্মীরা। বিকেলে তিনি কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান। সেখানে পরিবারের সদস্যদের খেঁাজ—খবর নেওয়াসহ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় আবু সাঈদের পরিবারের কাছে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ আইনী পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়