রংপুর সিটি প্রেসক্লাবের সাথে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
রংপুর সিটি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মহানগর ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।আজ (১ সেপ্টেম্বর) রোববার বিকেলে সিটি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. গোলাম জাকারিয়া, সাধারণ সম্পাদক নুরুল হুদা, প্রকাশনা সম্পাদক মুজাহিদ, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, বায়তুলমাল সম্পাদক জাহিদুর রহমান। সিটি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ, সহ-সভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, কার্যকরি সদস্য উদয় চন্দ্র বর্মন, সদস্য আসাদুজ্জামান আরমান, আকতারুল জামান, নুর মোহাম্মদ, কামরুল হাসান টিটু, রফিকুল ইসলাম সাবুল, হামিদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় ছাত্রশিবির নেতৃৃবৃন্দ নতুন প্রজন্মের বাংলাদেশে মানুষের সেবার সাথে সম্পৃক্ত কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। সেই সাথে সাংবাদিকদের পেশাগত কাজে সবসময় পাশে থাকারও অঙ্গিকার ব্যক্ত করেন তারা।