প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে রংপুর ইমাম পরিষদের চার লক্ষ টাকা প্রদান
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের দক্ষিন পূর্ব ১১ টি জেলায় বন্যাকবলীত বনার্ত্যদের সাহাযার্তে বর্তমান অšর্Íবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে রংপুর সম্মিলিত ইমাম পরিষদ চার লক্ষ টাকা রংপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ শাহনাজ বেগম এর মাধ্যমে প্রদান করা হয়। রোববার রংপুর সম্মিলিত ইমাম পরিষদ বনার্ত্যদের সাহাযার্তে রংপুরের বিভিন্ন মসজিদ থেকে অর্থ সংগ্রহ করে এই অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেলন সম্মিলিত ইমাম পরিষদ রংপুরের সভাপতি ও কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ বায়েজীদ হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজাদ আলী, মহানগর শাখার ও মুলাটোল আমতলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ শফিউর রহমান কাসেমী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ আলী, প্রশিক্ষন সম্পাদক ও জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম, মহানগর শাখার প্রশিক্ষন সম্পাদক ও পাকপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আমিনুল ইসলাম, জেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোমিন প্রমুখ।