নির্বাচন না হওয়া পর্যন্ত সকল নেতা কর্মিদের মাঠে থাকতে হবে: যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
রংপুর বিভাগীয় যুবদলের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, যুবদল সবসময় মানুষের পাশে রয়েছে। যুবদলের কেউ কোনো অনৈতিক কাজ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না। এ ক্ষেত্রে বিএনপির মতো যুবদলেরও ‘জিরো টলারেন্স নীতি’। যেকোনো মূল্যে দেশে শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে যুবদল বদ্ধপরিকর।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশ, সারাদেশে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। নির্বাচন না হওয়া পর্যন্ত সকল নেতা কর্মিদের মাঠে থাকতে হবে। সাধারণ মানুষের উপর নির্যাতন করা যাবে না। নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজী, মামলা দিয়ে হয়রানী করা যাবে না। যদি কোন নেতা কর্মিরা দলের নির্দেশ আমান্য করে সংগঠনের বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা তাদেরকে কোন ছাড় দিব না। বিএনপির দুঃস্বময় যে সকল নেতা কর্মিরা মাঠে থেকে মিছিল— মিটিং করেছে সেই সকল নেতা কর্মিদের মুল্যায়ন করা হবে।
সোমবার বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রংপুর বিভাগীয় যুবদলের আয়োজনে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র—জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কীভাবে পালিয়ে গেছে কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছে, তা দেশবাসী দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, তাদের ভালোবাসা অর্জন করুন। মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে তাদের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে। সেই লক্ষ্যে যুবদলের প্রতিটি নেতাকর্মী এখন থেকেই যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। এমন কোনো কাজ করবে না, যাতে করে জনগণের মনে কষ্ট লাগে।
সভায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ—সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ও রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিঃ যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন প্রমুখ। এসময় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।