২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

পীরগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে দু গ্রুপের  সংঘর্ষ আহত -১০

আমাদের প্রতিদিন
1 week ago
19


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন অব্যহত রয়েছে । প্রতিনিয়ত হচ্ছে কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন।

সোমবার উপজেলার মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবীর ঘটনায় সংঘর্ষ হয়েছে । সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

বিভিন্ন সুত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজিমুল ইসলাম শামীম মিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের অভ্যন্তরিন অনিয়ম, দুর্ণীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবীতে আন্দোলন করে আসছে । অথচ প্রধান শিক্ষক পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় থাকেন।

এদিকে সোমবার দুপুরের পুর্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধান শিক্ষক তাজিমুল ইসলাম শামীম এবং ভারপ্রাপ্ত শিক্ষক একরামুল ইসলাম এর মধ্যে দুটি গ্রুপের সৃষ্টি হলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অবিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামীম মিয়াকে বিদ্যালয়ে প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্তে বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় । অপর দিকে প্রধান শিক্ষক তাজিমুল ইসলাম শামীম মিয়া যে কোন মুল্যে বিদ্যালয়ে প্রবেশের ঘোষনা দিয়ে তার লোকজন সহ বিদ্যালয়ের সামনের রাস্তার অপর দিকে অবস্থান নেয় । কিছুটা দুরে অবস্থানরত ভারপ্রাপ্ত শিক্ষক

একরামুল ইসলামে লোকজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে । এতে হাসান আলী (৩৫) , একরামুল (২৮), করিম (৩৫), তাহারুল সহ ১০ জন আহত হয়।

 সংঘর্ঘের এক পর্যায়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিদ্যালয়ের অফিস ও শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে দেন । সেই সঙ্গে জনগনকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বিদ্যালয় তালা বদ্ধ থাকবে । সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানাযায়।

সর্বশেষ

জনপ্রিয়