২৯ ভাদ্র, ১৪৩১ - ১৩ সেপ্টেম্বর, ২০২৪ - 13 September, 2024
amader protidin

মিঠাপুকুরে কৃষি জমি দখলে নিতে হামলা, আহত-৬

আমাদের প্রতিদিন
1 week ago
51


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে একটি কৃষিজমি দখলে নিতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে ৩ নারী সহ ৬ জন আহত হয়েছেন। আহতদের আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

সরেজমিন জানা গেছে, উপজেলার ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর শাহপাড়া গ্রামের শাহানুর আলম (৪৭)। এর বাড়ির পাশে ৩৪৬৬/১ নং খতিয়ানের ৬৪১৪ দাগ নম্বরে তার ২১ শতাংশ কৃষি জমি রয়েছে। স্থানীয়দের তথ্যমতে জমিটি গত ৪০ থেকে ৫০ বছর ধরে শাহানুর চাষাবাদ করে আসছেন। কিন্তু প্রতিবেশী হামিদ শাহ ও আলীম শাহ অপকৌশলে জমিটি তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত শাহানুর আলমের পক্ষে রায় দেন। চলতি মৌসুমে ওই জমিতে পাট চাষ করেছিলেন শাহানুর। ঘটনার দিন গত ২৯শে আগস্ট জমির পাট কাটছিলেন শাহানুর ও তার বাড়ির লোকজন। এসময় প্রতিপক্ষ হামিদ শাহ তার লোকজনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাহানুর ও তার বাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা চালান। তাদের এলোপাথাড়ি আঘাতে শাহ আলম, সুরাইয়া, রুনা লায়লাসহ ৬ জন মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন হামলাকারীরা। পরে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয় বাসিন্দা মোকছেদুল আলমসহ অনেকে জানান, আমরা ৩০-৪০ বছর ধরে দেখছি জমিটা শাহানুর, শাহ আলমদের ভোগদখল রয়েছে। তারা বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছে। গত বছর থেকে হামিদ শাহ ও তার লোকজন ওই জমি নিয়ে বিরোধীতা শুরু করেছেন। এ নিয়ে দফায় দফায় গ্রামে ও ইউনিয়ন পরিষদে সালিশ হলেও গ্রাম্য শালীস অমান্য করেন হামিদ শাহ। পরে বিষয়টি থানা ও আদালত পর্যন্ত গিয়েছে। এবার যেভাবে হামলা করা হয়েছে তা সিনেমার দৃশ্যকেও হার মানাবে।

ভুক্তভোগী পরিবারের শাহানুর আলম বলেন, প্রতিবেদকে জানান যে, বাপ-দাদার আমল থেকে জমিটা আমরা চাষাবাদ করে আসছি। আমাদের কাছে সঠিক কাগজপত্রসহ সকল ডকুমেন্টস আছে। কিন্তু আঃ হামিদ শাহ আমাদের ভোগদখলীয় জমিটি তার নিজের দাবি করে 

স্থানীয় আওয়ামীলীগ ইন্ধনে একের পর এক হামলা চালাচ্ছে। আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। সঠিক তদন্ত করে অপরাধীদের বিচার দাবি করছি।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, জমি নিয়ে মারামারির বিষয়ে মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে,তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়