ঘোড়াঘাটে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তি বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তি বিষয়ক গণসচেতনতার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প, কারিতাস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ও প্রকল্পের ক্লাব প্রতিনিধি এবং নারী প্রতিবন্ধী ফোরামের সদস্য, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কারিতাস বাংলাদেশ এর দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. রবি মার্ডীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার (এসডিডি) বিনয় কুজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খাদিজাতুল কুবরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাব হোসেন, উপজেলার প্রবীণ ও প্রবীণ ব্যক্তিদের নিয়ে গঠিত বিভিন্ন ক্লাব সমন্বিত উন্নয়ন কমিটির সভাপতি সজল চন্দ্র মন্ডল প্রমুখ।
এ সময় বক্তারা প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের প্রতি সমাজের দায়বদ্ধতা নিয়ে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। শেষে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।