পীরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ৩ লাখ টাকায় রফাদফা
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে মোতাল্লেব (১৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ৩ লাখ টাকায় দফারফা করা হয়েছ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন শর্মা।
বুধবার সন্ধ্যার পুর্ব মুহুর্তে উপজেলা সদরের ওসমানপুর গ্রামে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন আব্দুল গফুর প্রফেসরের নির্মানাধীন ৪ তলা বাড়িতে নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে। জানা গেছে,নিহত মোতাল্লেব উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ কাবিলপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল গফুর প্রফেসরের বাড়িতে নির্মান কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ তিন তলায় আগুন জ্বলতে দেখা যায়। আমরা মনে করেছি ওখানে কারেন্ট ঝালাই হচ্ছে। পরে দেখি ওই ছেলের গায়ে কারেন্ট লেগেছে। আমরা চিল্লাচিল্লি করতে থাকলে ছেলেটি ওখান থেকে আর একটি বিদ্যুতের তারে পড়ে যায়। ততক্ষনে ওর শরীরের বিভিন্ন অংশ পুড়ে মারা গেছে।
সাথে কাজ করা শ্রমিক আবু বক্কর সিদ্দিক জানায়, আমরা প্রায় ১ মাস যাবৎ এখানে কাজ করছি। এতদিন আমাদের সাথে ওর ভাই সুমনও কাজ করত। আমি রুমের ভিতরে কাজ করছি আর ওই বাহিরে সাটারিংয়ের কাজ করছিল। কিভাবে যে এমন ঘটনা ঘটল তা বলতে পারছি না।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন শর্মা বলেন, আমরা খবর পেয়ে এখানে এসেছি। লাশ থানার কাছে হস্তান্তর করা হলে সেই রাতেই ৩ লাখ টাকায় দফারফা করা হয়।
উল্লেখ্য,বিশ্বরোডের ১৫ ফুট দুরে বিদ্যুতের লাইন। সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহন করা জায়গা দখলে নিয়ে ভবন মালিক বিদ্যুৎ লাইনের মাত্র ১ ফুট পাশেই বহুতল ভবন নির্মান করছে। যে কারনে এ ঘটনা ঘটে। নির্মানে আইন মানা হয়েছে কি না এমন প্রশ্নে রতন শর্মা বলেন, আমাদের কাছে কোন অনুমতি নেয়া হয় নাই। পীরগঞ্জ পৌর এলাকায় ভবন মালিক নিজের ইচ্ছেমতো ওই ভবন নির্মান করছেন। তিনি কোন ভাবেই এ মৃত্যুর দায় এড়াতে পারেন না। কারণ বিদ্যুতের লাইন থেকে কমপক্ষে আট ফুট দূরে ভবন বা বাড়ি নির্মাণ করার বিধান থাকলেও তিনি এখানে দুই ফুট জায়গাও রাখেননি। রাতারাতি ৩ লাখ টাকায় দফারফা হবার পর বুধবার রাতেই থানা থেকে লাশ নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার গ্রামের বাড়ি নিজ কাবিলপুরে পরিবারিক কবরস্থানে মোতাল্লেবের লাশ দাফন করা হয়েছে। ভবন মালিকের কোন মন্তব্য পাওয়া যায়নি। পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন-অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।