৩১ ভাদ্র, ১৪৩১ - ১৫ সেপ্টেম্বর, ২০২৪ - 15 September, 2024
amader protidin

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরনে “শহীদি মার্চ”

আমাদের প্রতিদিন
1 week ago
46


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

গণঅভ্যূথানের এক মাস পূর্ন হওয়ায় শহীদদের স্মরনে “শহীদি মার্চ” পালন করেছেন ডিমলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা। সারা দেশের ন্যায় ৫ই আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় শহীদি মার্চ পদযাত্রার আয়োজন করেন ডিমলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা। ডিমলা বিজয় চত্বর থেকে শহীদি মার্চ পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কে পদযাত্রা করে। পদযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশ নেয়। এসময় ছাত্ররা ডিমলা স্মৃতি অম্লানে শহীদদের স্মৃতি ধারন করে আহত বিভিন্ন হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন যারা হাত-পা সহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিছেন তাদের প্রতি এক মিনিট শ্রদ্ধা নিবেদন করেন।  এসময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পার্শ্ববর্তি দেশ ভারতে পালিয়ে যান। এই আন্দোলনকে ঘিরে শেখ হাসিনা সরকারের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এর তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নের্তৃত্বে অন্তবর্তি সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলন করে শহীদি মার্চ কর্মসূচী ঘোষনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়