২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে ধাক্কা নিহত ১

আমাদের প্রতিদিন
1 month ago
33


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে অপর ১টি খড়ি বোঝাই ট্রাকে ধাক্কা দিলে খড়ি বোঝাই ট্রাকের হেলপার সৌরভ পাহান (২৩) ঘটনাস্থলে নিহত ও চালক হাফিজুর ইসলাম (৪৮) গুরুতর আহত হয়েছে। নিহত হেলপার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের শরিপদ পাহানের ছেলে। অপর আহত চালক নওগার সদর উপজলার রজতপুর গ্রামর মৃত- আব্দুল গাজীর ছেলে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার হরিপাড়া হাটের গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত হেলপার ও আহত চালককে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেন। আহত চালকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি দূর্ঘটনার সত্যতা ও নিহত হেলপারের পরিচয় নিশ্চিত করেন। এছাড়া সড়ক আইন একটি মামলা দায়ের হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth