ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে ধাক্কা নিহত ১
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে অপর ১টি খড়ি বোঝাই ট্রাকে ধাক্কা দিলে খড়ি বোঝাই ট্রাকের হেলপার সৌরভ পাহান (২৩) ঘটনাস্থলে নিহত ও চালক হাফিজুর ইসলাম (৪৮) গুরুতর আহত হয়েছে। নিহত হেলপার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের শরিপদ পাহানের ছেলে। অপর আহত চালক নওগার সদর উপজলার রজতপুর গ্রামর মৃত- আব্দুল গাজীর ছেলে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার হরিপাড়া হাটের গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত হেলপার ও আহত চালককে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেন। আহত চালকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি দূর্ঘটনার সত্যতা ও নিহত হেলপারের পরিচয় নিশ্চিত করেন। এছাড়া সড়ক আইন একটি মামলা দায়ের হবে বলে জানিয়েছেন তিনি।