২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

আমাদের প্রতিদিন
1 month ago
35


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

মো. সুজন সরকার (২৯), পিতা-  মো. শাহাজাহান মিয়া, সাং- আব্দুল্লাপাড়া, উপজলা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর। সে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সুজন সরকার গত ০৫ জুন/২০২৪ ইং তারিখে টি.এম.এস.এস মেডিকল কলেজ এন্ড রাফাতুল্লা কমিউনিটি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মাহায়মিনুল ইসলামর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তবে ১৫ দিন পর পর তাকে ক্যামো থেরাপী দিতে হচ্ছে। এ পর্যায়ে ২টি ক্যামো থেরাপী দেওয়া হয়েছে। প্রতিবার ক্যামো থেরাপী সহ অন্যান্য খরচ প্রায় ৪৫ হাজার টাকা। এ অবস্থায় তার গরীব পিতার পক্ষ খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। সুজনের পিতা তার ছেলের চিকিৎসার জন্য দেশ ও বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিদর নিকট চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন । এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তার চিকিৎসার জন্য সুপারিশ করেছেন।

যোগাযোগের ঠিকানাঃ মোবাইল, বিকাশ ও নগদ নম্বরঃ ০১৭২২-৪১২০৫১, ব্যাংক একাউন্ট সঞ্চয়ী হিসাব নং- ০০১২২০০০০৬১৩৭, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ঘোড়াঘাট শাখা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth