রংপুরে খোলা কাগজের উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
ভিন্ন মাত্রার দৈনিক খোলা কাগজের রংপুর ব্যুরো অফিসের আয়োজনে উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রিপোর্টার্স ক্লাব রংপুরের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন খোলা কাগজের ব্যবস্থাপনা সম্পাদক মনির হোসেন। এসময় খোলা কাগজের রংপুর ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার হাসান আল সাকিবের সঞ্চালনায় ও ব্যুরো প্রধান মিজানুর রহমান লুলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়জিদ আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন খোলা কাগজের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আকাশ রহমান,গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি নির্মল রায়,তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি বিপ্লব হোসেন অপু,পীরগাছা উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম সহ অন্যান্যরা।
প্রসঙ্গত,গত ১ সেপ্টেম্বর থেকে নতুন আঙ্গিকে এবং বর্ধিত কলেবরে ঢাকার পাশাপাশি রংপুরের নিজস্ব প্রেস থেকেও খোলা কাগজ ছাপানো হচ্ছে।