পীরগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার।
রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে হলরুমে সংবাদ সম্মেলন করেন পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান রয়েল ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান রয়েল লিখিত বক্তবে জানান, গত ৫ ই আগষ্ট জৈনক আব্দুর সালাম নামের এক ব্যক্তি সাংবাদিকদের মিথ্যা সংবাদ দিয়ে ঠাকুরগাঁও ২৪ নামে একটি অনলাইন টিভি চ্যানেলে আমাদের জড়িয়ে দুইটি বাড়ি ও একটি দোকান ঘর ভাংচুর এই শিরোনামে মিথ্যা সংবাদ প্রচারিত হয়। সংবাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এহেন সংবাদে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শিক্ষক রয়েল আরো জানান, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোকজন আমাদের প্রতিপক্ষ জৈনক আব্দুর সালাম সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্যে,আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে উদ্দ্যেশ্য প্রণোদিত ভাবে সংবাদটি প্রচার করিয়েছেন।
আব্দুর সালাম একজন মামলা বাজ, দূর্নীতিবাজ ফ্যাসিবাদ সরকারের দালাল তার সাথে আমাদের জায়গা জমির বিরোধ চলছে। ঘটনাটি অন্য খাদে প্রবাহিত করার জন্য তিনি এসব কর্মকাণ্ড পরিচালিত করতেছেন। সাংবাদিক ভাইয়েরা এহেন মিথ্যা সংবাদ পরিহার করে সত্য সংবাদ প্রচার করতে অনুরোধ করছি।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী কায়কোবাদ, শিক্ষক মোশারফ হোসেন জুয়েল সহ আরো অনেকে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।