৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

বিরল রোগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

আমাদের প্রতিদিন
5 months ago
88


আর্থিক সাহায্যের আবেদন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের উত্তর রমনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে চিলমারী সরকারি কলেজের স্বাতক ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী মো. জিয়াউল হক রিয়াদ বিরল রোগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত হয় পিতার সর্বস্ব শেষ করে এখন বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন করছে বিশেষজ্ঞ চিকিৎসকরা   রিয়াদকে ঢাকায় অথবা দেশের বাইরে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়ােজন। এতা টাকা খরচ করার মতা সামর্থ তার পরিবারের নেই। অসহায় পিতা সাইফুল ইসলাম মানুষের দ্বারে দ্বারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছেন। তার পিতা সাইফুল ইসলাম বলেন, আমার ছেলেকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্য চাইছি। সে যেনো  সুস্থ জীবনে ফিরে এসে লেখাপড়া করে সামজের সেবা করতে পারে  রিয়াদ।

সাহায্যের  পাঠাতে যোগাযোগ করতে পারেন  তার মোবাইল নম্বর- ০১৭৮১-৮০৪৭৩৬।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth