গঙ্গাচড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র নেতৃত্বে র্যালীতে গঙ্গাচড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, খলেয়া খাপরিখাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ জালাল মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সারাবান তহুরাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।