২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

চুক্তির মেয়াদ বাড়াতে শ্রমিকের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ এজিএমের  বিরুদ্ধে

আমাদের প্রতিদিন
1 month ago
156


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের  মিঠাপুকুরে চুক্তি ভিত্তিক  শ্রমিক নিয়োগের মেয়াদ বাড়াতে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সহকারি জেনারেল ম্যানেজার মেহেদী হাসানের বিরুদ্ধে। তিনি উপজেলার বৈরাতী হাট সাব জোনাল অফিসে কর্মরত রয়েছেন।

স্থানীয় শ্রমিক মামুন মিয়া  মৌখিকভাবে ও ভিডিও বক্তব্যে অভিযোগ করেন- মেহেদী হাসান ২ লাখ টাকা ঘুষ চেয়ে হেনস্তা করছেন তাকে।

 

শ্রমিক মামুন বৈরাতীহাট সাব জোনাল অফিসে গত তিন বছর ধরে নিরাপত্তা প্রহরী ও ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। গত ১ সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক কর্মহীন করেন এজিএম মেহেদী হাসান।

মামুনের অভিযোগ, গত অক্টোবর মাসে আমাকে এবং আমার স্ত্রীকে  ডেকে নেন সহকারী জেনারেল ম্যানাজার মেহেদী হাসান। এসময়  আগামী মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা মনে করিয়ে  দেন। দুই লাখ টাকা ঘুষ দিতে পারলে চাকুরীর মেয়াদ বাড়বে বলে জানান তিনি।  অভাবের কারণে কোন টাকা পয়সা দিতে না পারায় ১ সেপ্টেম্বর থেকে আমাকে  চাকুরীতে না আসার কথা জানান।

চাকরি ফিরে পেতে তার সাথে বারবার আকুতি মিনতি করলে উল্টো মামলার ভয় দেখান মেহেদী হাসান।

সাব স্টেশন এলাকার ফারুক হাসান,আলআমিন,মাহবুব হোসাইন জানান,মেহেদী হাসান শত্রুতাবশত বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন মামুন কে। এই পেশাই ছিলো তার রোজগারের একমাত্র সম্বল। অবিলম্বে চাকুরী না ফিরে পেলে পথে বসতে হবে পরিবারটিকে।

এ ব্যাপারে মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি কারও কাছে কোনও টাকা চাইনি। এগুলো সত্য কথা নয়।’ টাকা চাওয়ার বিষয়টি তার মনগড়া ভিত্তিহীন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth