মাদ্রাসার জায়গা দখল করে দোকান নির্মাণ ভাঙলেন শিক্ষার্থীরা
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে রাজ্জাকীয়া দাখিল মাদ্রাসার জায়গা রাতের আঁধারে দীর্ঘদিন ধরে দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিববাজারে মাদ্রাসার সকল শীক্ষার্থীরা দোকানঘর ভেঙ্গে দখল অবমুক্ত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৫ সালে মাদ্রাসার নামে শামস উদ্দিন ৩৫ শতাংশ জমি মাদ্রাসার নামে দান করেন। বিনিময়ে তার ছেলে ইদ্রিস আলি ইফতেদায়ী শাখায় শিক্ষকতা করেন। সেখানে দুইটি দোকানঘর নির্মাণ করেন শামস উদ্দিনের উত্তরসূরীরা।
রাজ্জাকীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস জানান, শিক্ষকতা জীবন শেষ করে ইদ্রীস আলী পেনশনের টাকা উত্তোলনের পর তার পিতার দানকৃত জমি ফেরত নেওয়ার চেষ্ঠা করে চলেছেন।
মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহাদত হাসান ও জারা ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কতিপয় দখলবাজ আমাদের প্রতিষ্ঠানের জায়গায় দোকান নির্মান করে রেখেছেন । এতে আমাদের খেলাধুলার মাট সংকুচিত হওয়ায় সকল শীক্ষার্থীরা মিলে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি।