২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

কুড়িগ্রামে "রাষ্ট্রব্যবস্হার বদল ও জনতার অংশগ্রহণ" শীর্ষক আলোচনাসভা

আমাদের প্রতিদিন
1 month ago
41


গণসংহতি আন্দোলন এর কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি :

"রাষ্ট্রব্যবস্থার বদল ও জনতার অংশগ্রহণ" শীর্ষক আলোচনা সভা এবং গণসংহতি আন্দোলন এর কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত। রোস্তম আলী কে আহ্বায়ক এবং রবিউল ইসলাম কে সদস্য সচিব করে মোট একুশ সদস্য বিশিষ্ট এবং চার জন উপদেষ্টা যুক্ত করে আহ্বায়ক কমিটি গঠিত করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের সদস্য আশরাফুল ইসলাম ।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক সাইফুর রহমান দুলাল।

সভায় কুড়িগ্রাম শহরের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং গণসংহতি আন্দোলনের বিভিন্ন স্তরের সদস্য এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপক রায় বলেন, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে সকলের অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে বাংলাদেশ রাষ্ট্রের মেরামতে হাত দিতে হবে। পুরোনো ফ্যাসিতন্ত্র যাতে না ফিরে আসে সেটায় সজাগ থাকতে হবে আমাদের।  একটা সবচেয়ে দরিদ্র জেলা ও প্রান্তিক জেলা হিসেবে কুড়িগ্রামে জনগণের নিজস্ব রাজনৈতিক দল গড়ে তুলতে হলে পুরোনো 'স্বৈরাচারী' ও 'নীপিড়ক', 'দুঃশাসনের হোতা' দলগুলোকে প্রত্যাখান করতে হবে।

কুড়িগ্রাম থেকেও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের রাজনীতি শক্তিশালী হবে সেই আশাবাদও  ব্যক্ত  করেন নেতৃবৃন্দ। গণ-অভ্যুত্থানের শক্তি, ছাত্র জনতার ত্যাগ-রক্ত বৃথা যাবে না। বাংলাদেশ একটি সার্বভৌম,  গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বে

নতুন করে মাথা তুলে দাঁড়াবে। লুটপাট দুর্নীতি দুঃশাসন ঠেকিয়ে দেবে। ভারত-চীন-মায়ানমার-যুক্তরাষ্ট্র ইত্যাদির রাষ্ট্রসহযোগে ভূরাজনৈতিক বাস্তবতায় এবং ভারতীয় আধিপত্য রুখে দিয়েই এ রাষ্ট্র স্বীয় স্বাধীন সার্বভৌম অবস্থান তৈরি করবে। কুড়িগ্রাম জেলার সংগ্রামী মানুষ গণমানুষের রাজনীতিকে আরো শক্তিশালী করবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth