২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

পীরগঞ্জে অগ্নিকান্ডে ২৫ টি ঘর পুড়ে ছাই

আমাদের প্রতিদিন
1 month ago
54


পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে অগ্নিকান্ডে ৮ টি পরিবারের ২৫ টি ঘর, বাইসাইকেল, গৃহপালিত হাঁস-মুরগি, ছাগল ও নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।

শনিবার গভীর তারে উপজেলার খামার সেনুয়া বানিয়াপাড়া গ্রামে এই অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। 

ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক ও স্থানীয়রা জানায়, গভীর রাতে খামার সেনুয়া বানিয়াপাড়া পাড়া গ্রামের মৃত আঙ্গারির ছেলে আইয়ুব আলীর বাড়িতে আনুমানিক রাত দুইটার সময় তার খড়ি-ঘরে অগ্নিকান্ডে সূত্র হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিয়ান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে, এতে আইয়ুব আলীর চারটি ঘর,অখিল বক্স তিনটি ঘর, ফাইজুল ইসলাম চারটি ঘর, ফারজান আলীর তিনটি ঘর, আনিছুরের তিনটি ঘর, সাহজদের তিনটি ঘর, সাইদের তিনটি ঘর, নজরুলের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু এর আগে সকলের ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়ে পরিবারগুলি এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন সরকার বাহাদুর এর কাছে সাহায্য আবেদন জানিয়েছেন তারা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth