ফুলবাড়ীতে ৩ দিন ব্যাপি কৃষি মেলা শুরু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্ধোধন করা হয়েছে। কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বনার্ঢ্য র্যালি উপজেলা শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা চত্তরে ফিতা কেটে কৃষি মেলার উদ্ধোধন করা হয়।উদ্ধোধনের পরে উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ও বনজ বৃক্ষের ২৫টি স্টল পরিদর্শন শেষে ফটো সেশনে অংশ গ্রহন করেন।
শেষে ইউএনও রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গীতা সরকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূখ।