পীরগাছায় মামলা প্রত্যাহারের দাবীতে আধাবেলা হরতাল
পীরগাছা (রংপুর)প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় বিএনপির উপজেলা আহবায়ক এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবীতে আধাবেলা হরতাল পালন করেছে বাজার ব্যবসায়ী সমিতি।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে বিএনপি নেতার গুলি করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা হয়। বিএনপি ও ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম রাঙ্গার নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে ঔষধের দোকান, হোটেল রেস্টুরেন্টসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আজ মঙ্গলবার ভিন্ন কর্মসূচি পালন করবেন বলে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়।