কিশোরগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা শাখা জাতীয়তাবাদী দল( বিএনপির) পুটিমারী ইউনিয়নে ওয়ার্ড কর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী অবহিতকরণের লক্ষে এ সভার আয়োজন।
সোমবার রাতে উপজেলার সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুটিমারী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড সভাপতি খায়রুজ্জামানের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম এতে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু,সদস্য সচিব আব্দুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম,সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুনায়েদ ইবনে রুবেল সদস্য সচিব রাসেল প্রামানিক প্রমূখ।সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা যেকোনো মূল্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। মানুষের প্রতি কোনো ধরণের অন্যায় হলে তিনি তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। তারেক রহমান ইতিপূর্বে ভার্চুয়ালি যুক্ত থেকে এসব নির্দেশনা দিয়েছেন। এতে সংখ্যালঘুরা যাতে কোনোভাবেই লাঞ্ছিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।