ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে শ্রান্তি বিনোদনের ছুটি ও বাজেট পাশের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টার্ফ নার্স ও মিড ওয়াইফগণ সম্মিলিতভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন। পাশাপাশি উপজেলা ছাত্র জনতার নিকট মৌখিক অভিযোগ করলে ছাত্র জনতার পক্ষ থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন বাদী হয়ে আরও একটি অভিযোগপত্র দাখিল করা হয়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘুষ দাবী ও গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান জানান, অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র নার্স স্টাপ ও ছাত্র জনতার নিকট আমি লিখিত ভাবে অঙ্গীকার করেছি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ ঘুষের টাকা উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করবো।