২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

গঙ্গাচড়ায় শীতের আগাম সবজি চাষ

আমাদের প্রতিদিন
3 weeks ago
173


নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মূলা, কপি, বেগুনসহ বিভিন্ন শীতের সবজি আর অল্প কয়েকদিনের মধ্যে বাজারে পাওয়া যাবে বলে জানান চাষিরা। কৃষকরা এখন সচেতন হওয়ার কারণে আগাম সবজি চাষে আগ্রহ বাড়ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। সরেজমিনে  উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী পশ্চিম মান্দ্রাইন এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকরা সবজি ক্ষেতে নিড়ানী দিচ্ছে। মাঠে মাঠে শোভা পাচ্ছে বেগুন, মূলা, কপি, লাল শাক ও মারা শাক ক্ষেত। দিনে দিনে বেড়ে উঠছে সবজি চারা গাছগুলো। বেগুনে ফুল এসেছে। অনেক কৃষক  বেগুন বিক্রি শুরু করেছেন। কেউবা সবজি ক্ষেতে কীটনাশক স্প্রে করছেন। ওই

গ্রামের জগদীশ চন্দ্র সরকার,   বিমল চন্দ্র সরকার, শরৎ চন্দ্র সরকার এ বছর ২৬ শতাংশ জমিতে বেগুন, ২৫ শতাংশ জমিতে  বাঁধাকপি, ৩০ শতাংশ জমিতে  ফুলকপি লাগিয়েছেন।

কৃষকরা জানান, গত বছর তারা আগাম সবজি চাষ করে লাভবান হয়েছেন।

পশ্চিম মান্দ্রাইন ছাড়াও দক্ষিণ চেংমারী, নবনীদাস, হাবু এলাকাতেও আগাম সবজি চাষ হয়েছে। তবে অনেকেই বালাইনাশক ছাড়াই সেক্স ফেরোমন পদ্ধতিতে বেগুন চাষ করেছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত ২০০ হেক্টর জমিতে আগাম সবজি চাষ করা হয়েছে। দিন দিন এর পরিমান বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, এগুলো খরিপ-২ মৌসুমের আগাম সবজি। চেংমারী মাদ্রাইন এলাকার মাটি বেলে- দোঁআশ। খুব বেশি বৃষ্টি না হলে ক্ষতি তেমন একটা হয় না। তিনি আরও বলেন, কৃষকরা এখন অনেক সচেতন। আগাম ফসল চাষে তারা অধিক মুনাফা পায়। তাই সবজি চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth