১৯ আশ্বিন, ১৪৩১ - ০৪ অক্টোবর, ২০২৪ - 04 October, 2024

পীরগঞ্জে পদত্যাগে বাধ্য শিক্ষিকাকে ফিরে পেতে শিক্ষিকার বাসায় শিক্ষার্থী

আমাদের প্রতিদিন
3 weeks ago
26


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জে জোড় করে পদত্যাগে বাধ্য করা শিক্ষিকাকে আবারো ফিরে পেতে উক্ত প্রধান শিক্ষিকার দ্বারস্থ হয়েছে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা । এ ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার বিকালে ।

জানা গেছে, উপজেলার চতরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১ আগষ্ট  উক্ত শিক্ষিকাকে পদত্যাগে বাধ্য করেছিল । এদিকে গতকাল মঙ্গলবার বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী আকষ্মিক ভাবে পীরগঞ্জ উপজেলা সদরস্থ উক্ত প্রধান শিক্ষিকার বাসায় এসে তার কাছে ক্ষমা চেয়ে তাহাকে পুনঃ বিদ্যালয়ে যাওয়ার অনুরোধ জানায় । এ সময় উক্ত প্রধান শিক্ষিকার বাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ।

এ পরিস্থিতিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা খাদিজা বেগম আবেগপ্লুত হয়ে বলেন, বিগত ৩০ বছর ধরে সুনামের সঙ্গে বিদ্যালয়টিতে শিক্ষকতা করে আসছি । হয়তো শিক্ষার্থীরা কারো দ্বারা প্রভাবিত হয়ে আমাকে পদত্যাগে বাধ্য করেছিল । তবে শিক্ষার্থীরা আমার সন্তান সমতুল্য ওদের প্রতি আমার কোন ক্ষোভ নেই ।

শিক্ষার্থী মুনিরা, ফরিদা, জামান সহ অনেকে তাদের প্রতিক্রিয়ায় জানায়, আমরা ভুল করেছি । আমরা বুঝতে পারিনি । ম্যাডামের আমাদের খুব প্রয়োজন । ম্যাডাম ছাড়া আমাদের স্কুল চলবে না । তাই আমরা ভুল শিকার করে ম্যাডামকে নিতে এসেছি ।

পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সঙ্গে সাক্ষাত করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের স্যারের কাছে যাও এবং উক্ত শিক্ষিকাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth