১২ বৈশাখ, ১৪৩২ - ২৬ এপ্রিল, ২০২৫ - 26 April, 2025

বিশ্ববিদ্যালয় কোচিংএ ভর্তি হওয়ার স্বপ্ন চুরমার ফুলবাড়ীর আয়শা সড়ক দুর্ঘটনায় নিহত

আমাদের প্রতিদিন
7 months ago
143


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

বিশ্ববিদ্যালয় কোচিং এ ভর্তি হলো আর আায়শা সিদ্দিকার। চলতি এইচ এস সি পরীক্ষায় তিনি নাগেশ্বরী ডিগ্রী কলেজ থেকে পরীক্ষা শেষ না হতেই নিজ বাড়ীতে আসেন। বাবা আনিছুর পল্লী চিকিৎসক। একমাত্র সন্তানের জনক। বাবা ভেবে নিয়েছিলেন তার সন্তানকে উচ্চ শিক্ষিত বানাবেন। কিন্ত বুধবার সেস্বপ্ন চুরমার হয়ে গেছে। বাড়ী থেকে কোচিংএ ভর্তি করে দেওয়ার জন্য রংপুরে যাওয়ার পথে নব্দিগঞ্জ জামতলা এলাকায় দ্রুতগামী ট্রাক চাপা দেওয়ার ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় বাবা পল্লি চিকিৎসক আনিছুর রহমান গুরুতর আহত হয়ে রংপুরে প্রাইভেট একটি ক্লিনিকে ভর্তি হয়েছেন। তার অবস্থাও আশংকাজনক।

নিহতের বান্ধবী মোসলেমা আক্তার মিম জানায়, বুধবার সকালে তাকে তিনি জানিয়েছিলেন আমি বাবাসহ রংপুরে কোচিংএ ভর্তি হওয়ার জন্য যাচ্ছি। দোয়া করিস বাড়ীতে ফিরে গোসল দিয়ে একসঙ্গে আড্ডা দিবো। কিন্ত আর হলো না। জীবন নাশী ট্রাক তার জীবন কেড়ে নিলো। একথা বলেই তিনি অঝড়ে কাঁদতে থাকেন।

মা শিরিনা একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন। শুধু চোখে পানি আর পানি। কোন কথাই বলতে পারছেন না। বোবার মত থাকিয়ে থাকেন। চোখের পানি পড়তেই আছে।

বেলা ২ টার দিকে একটি নিহতের লাশবাহী মাইক্রোবাসে তার লাশ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আরাজি নেওয়াশী এলাকায় পেঁৗছিলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা ঘটে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth