গ্যাসের ট্যাবলেট দিয়ে ২০ মন মাছ মেরে ফেলে ক্ষতি, থানায় অভিযোগ
নীলফামারী প্রতিনিধিঃ
বিবাদের জেড় ধরে গ্যাস ট্যাবলেট দিয়ে ২০ মন মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ( ১১ সেপ্টেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুশা বটতলা এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়- দক্ষিণ রাজিব ভোন্দাপাড়া গ্রামের নেজাম উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুস মুশা বটতলা মাদ্রাসার দিঘীটি ৪ বছরের জন্য ৩ বছর আগে লিজ নেয়। সম্প্রতি পার্শ্ববতী গ্রামের জিয়াউর রহমানের ছেলে ওই দিঘীতে গোপনে মাছ ধরার চেষ্টা করে। এসময় তাকে বাঁধা নিষেধ করা হলে তার পিতা জিয়াউর রহমানসহ কতিপয় লোক এসে আব্দুল কুদ্দুসকে মারপিটের হুমকীসহ দিঘীটির মাছ মেরে ফেলার হুমকী দেয়। এ বিবাদের জেড়ে মঙ্গলবার রাতে কোন এক সময়ে দুস্কৃতিকারীরা গ্যাস ট্যাবলেট দিয়ে ওই দিঘীর মাছ মেরে ফেলেছে। আজ বুধবার সকালে গ্রামবাসী দিঘীর পানির উপরে মাছ ভেসে উঠতে দেখে আব্দুল কুদ্দুসকে জানায়। খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে দেখেন তার পুকুরের প্রায় ২০ মন মাছ পানির উপরে ভাসছে। এতে তার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন। এ ঘটনায় জিয়াউর রহমান জিয়া, মাহফুজার রহমান, মতিয়ার রহমান, মহসিন আলীকে অভিযুক্ত করে আব্দুল কুদ্দুস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দিঘীতে মাছ চাষ করা আব্দুল কুদ্দুস জানান- জিয়াউর রহমান জিয়ার ছেলেকে মাছ ধরার নিষেধ করায় তারা আমার দিঘীতে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ২০ মন মাছ মেরে ফেলেছে। এতে আমার ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পলাশ চন্দ্র মন্ডল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।