লালচাঁদপুরে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্টিত
আঃ রহিম পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার, খলেয়া ইউনিয়নের, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সভা । গতকাল রাতে রংপুর সদর উপজেলার, খলেয়া ইউনিয়নের, লালচাঁদপুর ৮ নং ওয়ার্ড আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদস্য দের নিয়ে লালচাঁদপুর ফাযীল মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননেতা মাওলানা আব্দুল কাদের সভাপতি খলেয়া ইউনিয়ন । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ( আমীর ) জননেতা মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে বক্তাব্য রাখেন রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী (বাইতুল মাল সম্পাদক ) জননেতা মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খালেয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক জনাব খায়রুল ইসলাম, মাওলানা ফজলুল হক সাবেক সভাপতি খলেয়া ইউনিয়ন । অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। বলেন, আল্লাহর হুকুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর নির্যাতন, মামলা, হামলা, ঘুষ ও দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। এতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।