২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

চাঁদাবাজদের হুমকির মুখে আতঙ্কিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
67


গঙ্গাচড়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ভূপতি চন্দ্র সরকার (৫১) স্থানীয় চাঁদাবাজদের দৌরাত্ম ও হুমকির মুখে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কিত জীবন কাটাচ্ছেন। এ অবস্থা থেকে রেহাই পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

ভূপতি চন্দ্র উপজেলা সদরের পশ্চিম মান্দ্রাইন গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি গঙ্গাচড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন।

ভূপতি চন্দ্র জানান, যুক্তরাজ্য প্রবাসী জনৈক আজিজুল ইসলাম তার দেড় একর জমি দেখাশুনার দায়িত্ব দেন ভুপতিকে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ মিঠু চন্দ্র সরকার (৩২), হারুন মিয়া (৩৩), ইমরান হোসেন (৩১) ও মনোয়ারুল ইসলাম (৩৪) গত ৪ সেপ্টেম্বর দুপুরে তার অফিসে আসেন। এসময় তারা একটি ভুয়া ষ্ট্যাম্প দেখিয়ে ভূপতির কাছে ৮ লাখ টাকা দাবি করেন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তারা ভূপতি চন্দ্রকে অশালীন গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় ভূপতি চন্দ্র ওই দিনই গঙ্গাচড়া থানায় অভিযোগ প্রদান করেন। এতে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে মিথ্যা তথ্য সরবরাহ করেন। ওই তথ্যের প্রেক্ষিতে রংপুরের একটি সংবাদপত্রে গত ১১ সেপ্টেম্বর ভূপতির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ হয়। এসব ঘটনার প্রতিবাদে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে  আইনানুগ শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে  গঙ্গাচড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে ভূপতি চন্দ্র রায়ের পরিবারবর্গসহ অর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত থেকে ঘটনার সত্যতার সাক্ষ্য দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth