পীরগঞ্জে জিংক ধানের সম্প্রসারণে বিষয়ে আলোচনা সভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারক প্রভাবশালী স্টেকহোল্ডারদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কানাডা সরকারের অর্থায়নে হারভেস্টপ্লাস'র রিএক্টস—ইন প্রকল্পের সহযোগিতায় ইকো—সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই আলোচনা সভা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, হারভেষ্টপ্লাস প্রজেক্ট ম্যানেজার মজিবর রহমান, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, ইএসডিও সিনিয়র অ্যাসি¯ট্যান্ট প্রোগ্রাম কো—অডিনেটর রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
সভায় ভিডিও স্লাইটের মাধ্যমে মানবদেহে জিংক ঘাটতি পুরনে জিংক ধানেরর গুরুত্ব বিষয়ে বিশদ আলোচনা হয়।
এসময় কৃষক, শিক্ষক, ডাক্তার ও স্বাস্থ্য কর্মি, কৃষিপন্য বিক্রেতা,বিএডিসি, ইমাম ও পুরোহিত সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।