২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

মিঠাপুকুরের চেংমারী ইউপিতে নারী প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব পালনে বাধার অভিযোগ চরম দুর্ভোগ

আমাদের প্রতিদিন
4 weeks ago
134


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল রাজনৈতিক প্রেক্ষাপটে আত্নগোপনে। প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য পেয়ারী বেগমকে দায়িত্ব পালন করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুরুষ সদস্যদের বিরুদ্ধে। তাই, বিভিন্ন সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ইউনিয়নবাসী।

জানা গেছে, চেংমারী ইউনিয়ন পরিষদ রেজাউল কবীর টুটুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি আশিকুর রহমানের একান্ত আস্থাভাজন ছিলেন। ইউনিয়ন পরিষদে গত ২০২২ সালের ১৭ এপ্রিল সাধারণ সভায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য পেয়ারী বেগমকে এক নম্বর প্যানেল চেয়ারম্যান মনোনিত করা হয়।

গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে চেংমারী ইউনিয়নের চেয়ারম্যানও এলাকা ছেড়ে চলে যান। এর কিছুদিন পর তিনি ইউনিয়ন পরিষদে আসেন। কিন্তু ছাত্র—জনতার বাধায় কার্যালয়ে বসতে পারেননি। এর পর থেকে ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইউএনও'র পরামর্শে প্যানেল চেয়ারম্যান পেয়ারী বেগম ৮ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদে যান। জন্ম নিবন্ধন ও নাগরিক সনদপত্রে স্বাক্ষর করেন। কিন্তু, কয়েকজন পুরুষ ইউপি সদস্য পেয়ারী বেগমকে দায়িত্ব পালনে বাধা দেন। একজন নারীকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেবেন না বলে জানিয়ে দেন এবং নানা হুমকি—ধামকি দিয়ে দেন। 

এ কারণে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে কাজ করতে পারছেন না। এর ফলে,  ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন পড়েছেন বিড়ম্বনায়। জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশন সনদ, চারিত্রিক ও নাগরিক সনদসহ বিভিন্ন সেবা বন্ধ রয়েছে।

প্যানেল চেয়ারম্যান পেয়ারী বেগম বলেন,  ‘আমি শ্রেষ্ঠ জয়িতা হয়েছি, অপরাজিতা নেটওয়ার্ক এর সাথে জড়িত,  জিআইজেড এর মাধ্যমে শালিস করে সুষ্ঠু সমাধানসহ নানা সামাজিক কাজ করে থাকি। আমি এক নম্বর প্যানেল চেয়ারম্যান মনোনিত হয়েছি। জনগণের দুর্দশার কথা ভেবে আমি ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। কিন্তু, পুরুষ ইউপি সদস্য রায়হান,  মিজানুর রহমান,  আতিয়ার রহমান ও হারুন অর রশীদ আমাকে দায়িত্ব পালনে বাধা প্রদান করেন এবং বিভিন্ন হুমকি দিচ্ছেন।  ইউপি সদস্য রায়হান মিয়া বলেন,  রেজুলেশনটি দেখে আমাদের সন্দেহ হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ বলেন, পেয়ারী বেগমই প্যানেল চেয়ারম্যান। তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth