২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন

আমাদের প্রতিদিন
4 weeks ago
129


ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

নিভে গেল ফুলবাড়ীর প্রদীপ।যার বিচরণ ছিল সমাজের প্রতিটি স্তরে। যিনি সবসময় মানুষের পাশে থেকে খোজ নিতেন কেমন আছিস! কি খেয়েছিস। বাড়ীতে কেমন আছে। আমার বাড়ীতে আছিস এক সঙ্গে চা খাবো। গল্প করবো তোর সঙ্গে। এভাবেই প্রতিটি লোককে আপন করে নিতেন যিনি তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মকবুল হোসেন (৮২)। শুক্রবার তিনি রাত সাড়ে ৯টায় রংপুরে মেয়ে মৌসুমির বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি -রাজিউন)।

যাকে প্রায় মানুষ চিনতেন ডিআর মকবুল হিসেবে। বহুগুনে গুনান্নিত ছিলেন তিনি। একধারে ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য। ছিলেন বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের নামকরা শিক্ষক। অন্যদিকে ছিলেন উপজেলা সাব—রেজিষ্ট্রার। সর্ব শেষে তিনি প্রায় ২০ বছর পূর্বে জেলা রেজিষ্টা্রার হিসাবে অবসর গ্রহন করেন। অবসর জীবনে এহেন সমাজের ভালো কাজ নেই তিনি তা করেন নাই।

শনিবার সকাল সাড়ে ১০ টায় তার শিক্ষকতা জীবনের কর্মস্থল বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় এবং নামাজে জানাজা শেষে পারিবাড়িক কবর স্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ বিপুল সংখ্যক বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রসার শিক্ষক, ছাত্র ও কর্মচারী এবং হাজার হাজার মানুষজন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth