১২ বৈশাখ, ১৪৩২ - ২৬ এপ্রিল, ২০২৫ - 26 April, 2025

পলাশবাড়ীতে কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে

আমাদের প্রতিদিন
7 months ago
269


দুর্নীতি অনিয়মের অভিযোগ!

বায়েজীদ, পলাশবাড়ী :

পলাশবাড়ী কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা  কমিটির সভাপতি সাধারন সম্পাদকের বিরুদ্ধে সীমাহীন অনিয়মের অভিযোগ ওঠেছে।

তথ্যানুসন্ধানে জানাযায়,বিগত কয়েক বছর পুর্বে পৌর শহরের আওয়ামিলীগ নেতা আবু তাহের সরকারে সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন ওরফে লাইব্রেরি মতিনকে সাধারণ সম্পাদক করে নুনিয়াগাড়ী কবরস্থান পরিচালনা কমিটি গঠন করা হয়।

বিগত এক দশকে কবরস্থান কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের উন্নতি হলে ও উন্নয়নের কোন ছোয়া লাগেনি পলাশবাড়ী কেন্দ্রীয় কবরস্থান ( নুনিয়াগাড়ী কররস্থান)।

সাবেক সভাপতি এনামুল হক সরকার মকবুল বলেন, আগে আমি সভাপতি ছিলাম বর্তমানে আমার ভাই আবু তাহের সরকার এই কমিটির সভাপতি ও লাইব্রেরি মতিন সাধারণ সম্পাদক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান এই কবরস্থানে মৃত্যু ব্যাক্তিকে দাফন করতে নিম্নে ৫ হাজার ও পাকা করনে ২৫ হাজার টাকা দিতে হয় কবর স্থান পরিচালনা কমিটিতে।শুধু তাই নয় এই কবরস্থানে উন্নয়ন কল্পে নিহতের স্বজনরা লাখ লাখ টাকা অনুদান দিয়ে থাকেন পরিচালনা পর্ষদকে।

এছাড়াও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দ ছাড়া ও  এডিপি প্রকল্পের বেশ কয়েকটি প্রকল্পের  বরাদ্দ দেয়া হয় এই কমিটিকে।

দুঃখ জনক হলে ও সত্য  এই প্রকল্প কিংবা অনুদানের টাকায় দৃশ্যমান কোন উন্নয়ন চোখে পরে নি বহু প্রাচীন এই কবরস্থানটিতে।

এ ব্যাপারে মতামত জানতে একাধিকবার সভাপতি সম্পাদকের সাথে যোগাযোগ করে  মতামত গ্রহন করা সম্ভব হয় নি।

এলাকাবাসীর দাবি ঐতিহ্যবাহী পলাশবাড়ী কেন্দ্রীয় কবরস্থানের ১০ বছরের অধিক সময়ে থাকা এই কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হলে কবরস্থানের দৃশ্যমান উন্নয়ন সাধন করা সম্ভব।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth