৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

রংপুর- দিনাজপুর হাইওয়ে সড়কের দুই পাশে খাল খন্দকে ভরপুর

আমাদের প্রতিদিন
4 months ago
83


আঃ রহিম, পাগলাপীর রংপুর:  

রংপুর সদর উপজেলার, পাগলাপীর থেকে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের দুই পাড়ির বিভিন্ন স্থানে খাল খন্দকে ভরপুর হয়ে পড়ছে। এর ফলে সড়কে চলাচলরত শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনের মাঝে দূর্ভোগ সৃষ্টি এবং বিভিন্ন পরিবহন ক্রোচিং করে নেওয়ার সময় ছোট বড় দূঘর্টনা সহ নানা অপ্রতিকর ঘটনার প্রতিনিহত বেড়েই চলছে। জানা গেছে পাগলাপীর থেকে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের ডান ও বাম পাশের ছোট বড় অসংখ্যক গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে একটু বৃষ্টিপাতে গর্তগুলো হাটুপানি, কোথাও কোথাও পানি জমে উঠে জলাশয় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ছে। সড়কের দুই পাড়ি দিয়ে শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনের চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে পাগলাপীরের সচেতন মহল হাইওয়ে সড়কের উক্ত গর্তগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি কামনা করছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth