২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

রংপুরে হেফাজত ইসলামের সমাবেশ এক মাদ্রাসার ছাত্র মৃত্যু

আমাদের প্রতিদিন
2 weeks ago
21


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরে হেফাজত ইসলামের সমাবেশে গিয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ছাত্র পীরগঞ্জ উপজেলার জামতলা মদিনাততুন উলুম হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

শনিবার বিকালে পীরগঞ্জের জামতলা মাদ্রাসা থেকে রংপুর টাউন হলের সমাবেশ যোগাযোগ করলে শহীদ মিনারের প্রাচী ভেঙে তার শরীরের উপর পড়ে এরপর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হাফেজ পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের শিবটারী গ্রামের শহিদ মিয়া ছেলে রাকিব হোসেন (১২) এবং সে ১৫ পাড়া কুরআনের হাফেজ বলে জানাযায়। রবিবার ১১ টায় শিবটারী গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাযার নামাজে উপস্থিত হয়ে শোকাহত  পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন,পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ মন্ডল সহ ১৪ নং চতরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth