কুড়িগ্রামে ইসলামী আন্দোলন গণসমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচার,দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা,সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে ইসলামি সমাজ ভিত্তিক কল্যান রাষ্ঠ্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয় ।
রবিবার সকাল ১১ টায় শহরের কেন্দ্রিয় শহীদ মিনার, বাংলাদেশ ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যগে এ সভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্জ মোঃ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ন মহাসচিব মাওঃ গাজী আতাউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্জ মোঃ আব্দুস ছালাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার উপদেষ্ঠা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, আজকে প্রমান হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের আরেকটি দেশকপ্রেমিক শক্তি । এ শক্তিকে দাবিয়ে রাখা যাবে না।