২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

শান্তি সস্প্রতি পলাশবাড়ীতে গড়ে তোলার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময়

আমাদের প্রতিদিন
4 weeks ago
30


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা):  

পিস ফ্যাসিলিটের গ্রুপ( পিএফজি) পলাশবাড়ী আয়োজনে শান্তি- সম্প্রীতি পলাশবাড়ী গড়ে তোলার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর রবিবার বিকালে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্র হাসান আজিজুর রহমান মিলনায়তন উক্ত  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাইদুর রহমান মাষ্টারের সভাপতিত্বে , প্রধান অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,রংপুর হাঙ্গার প্রজেক্ট সমন্বয়ক সাংবাদিক রবিউল হোসেন পাতা,সাইফুলার রহমান চৌধুরী তোতা,পলাশবাড়ী বাসদের সম্বনয়ক আলিউল ইসলাম বাদল,কৃষিবিদ মিজানুর রহমান সুজন,আব্দুল্লাহ আদিল নান্নু,স্মৃতি বেগম শিল্পী,প্রভাষক নবিউল ইসলাম,বেলাল হোসেন,সাজু মাষ্টার জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোনারুল ইসলাম  প্রমুখ।

অনুষ্টানটি পরিচালনা করেন,পলাশবাড়ীর পিএসপির সমন্বয়ক জাহিদুল ইসলাম। বক্তারা পলাশবাড়ীকে শান্তি সম্প্রতির পারস্পারিক ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাই সবার স্থান থেকে শোষন মুক্ত সমজ গঠন করার জোর দাবী জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth