২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

গঙ্গাচড়ায় মাঁচা পদ্ধতিতে গাছ আলু চাষ

আমাদের প্রতিদিন
3 weeks ago
35


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় মাঁচা পদ্ধতিতে শুরু হয়েছে গাছ আলু চাষ। আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার আশায় বাণিজ্যিকভাবে  আলু চাষ করেছেন কৃষকরা।

মঙ্গলবার সরেজমিনে  উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়া গিয়ে দেখা যায় ওই গ্রামের কৃষক রবিউল ইসলাম তার ২০ শতক জমিতে মাঁচা পদ্ধতিতে গাছ আলু চাষ করেছেন।

এসময় কৃষক রবিউল ইসলাম  জানান, আমি এপ্রিল মাসের শেষের দিকে কৃষি অফিসের সহায়তায় স্থানীয় উন্নত (হাইব্রিড) জাতের

গাছ আলুর বীজ রোপণ করেছি। এখন আলু ধরা শুরু হয়েছে। তিনি আরও জানান   বাজারে এ আলুর চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়। তাই চাষ করেছি।

উপজলা উপসহকারী কৃষি কর্মকর্তা  মোঃ মামুনুর রশিদ বলেন, গাছ আলু বীজ  যেকোনো গাছের গোড়ার একটু দূরে রোপণ করলে আস্তে আস্তে ওই গাছ বেয়ে উপরে উঠে আলু ধরতে থাকে। আলু গাছ বীজ রোপণের মাস তিনেক পর থেকেই গাছে আলু ধরতে শুরু করে। গাছের ডগায় ও মাটির নিচে গোড়ায় আলু হয়ে থাকে। প্রায় সারা বছরই আলু ধরে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের সার্বিক সহোযোগিতায় এ উপজেলায় এ বছর কোলকোন্দ ইউনিয়নের তেতুলতলা গ্রামে ১ জন ও আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়ায় ১ জনসহ মোট ২ জন চাষি বাণিজ্যিকভাবে মাঁচা পদ্ধতিতে গাছ আলু চাষ করেছেন। মাঁচা পদ্ধতিতে গাছ আলু চাষে আমরা কৃষকদের নানাভাবে  উদ্বুদ্ধ করছি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth