২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

কাউনিয়ায় তিনজন গ্রেফতার

আমাদের প্রতিদিন
3 weeks ago
14


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের ফারুক হোসেন (৫২), পল্লীমারী গ্রামের সাইফুল আসলাম (৪৫) ও ঠাকুরদাশ গ্রামের মাহফুজার রহমান (৩৮)।

কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে তিনি সহ একদল পুলিশ খানসামা এলাকার ইমামগজ্ঞ স্কুল এন্ড কলেজের পাশে বাঁশঝাড়ে টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়।

এসআই রাসেল মিয়া বলেন, আটক তিনজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে এবং মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth