২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

কাউনিয়ায় জাতীয় পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ

আমাদের প্রতিদিন
3 weeks ago
29


মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ করেছে নেতাকর্মীরা।  পরে জাতীয় পার্টির নেতাকর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা শাখার উদ্যোগে নেতাকর্মী ও সমর্থকরা বাগদাদ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে নেতাকর্মীরা উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ শাহীন সরকার, সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবু সাঈদ মন্টু, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান দুলাল, কুর্শা ইউনিয়ন শাখার সভাপতি মজিবর রহমান, হারাগাছ ইউনিয়ন শাখার সভাপতি শাহ মোঃ আবু ছালেক, টেপামধুপুর ইউনিয়ন শাখার নেতা আশরাফুল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতি আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আঃ রহিম খোকন প্রমুখ। পরে মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth