সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের মতবিনিময়
আঃ রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার সম্মানিত সকল সাংবাদিক দের সাথে রংপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পাগলাপীর আদদ্বীন একাডেমী স্কুলের হল রুমে এ সভার আয়োজন করেন। সাংবাদিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী (আমীর) জননেতা মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী রংপুর জেলা কর্মপর্ষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর জেলার সভাপতি অধ্যাপক আব্দুল গণি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী (সেক্রেটারী ) মাওঃ মোঃ আব্দুল কাদের, রংপুর জেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রকাশনা ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ শাহাদাত মাজেদী, রংপুর সদর উপজেলার কর্ম পরিষদ সদস্য মাওলানা শহিদুল, মাওলানা হাদিউজ্জামান সভাপতি বাংলাদেশ জামায়েত ইসলামী হরিদেবপুর ইউনিয়ন শাখা, রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী (বাইতুল মাল সম্পাদক ) মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী। সাংবাদিক মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল গণি বলেন, আল্লাহর হুকুমে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর নির্যাতন, মামলা, হামলা, ঘুষ ও দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। এতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। রংপুর সদর উপজেলা থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ করার জন্য সমাজের সচেতন মহলকে এগিয় আসার জন্য আহবান জানান। প্রধান অতিথি আরো বলেন গণমাধ্যম কর্মীদের সবসময় সত্য সংবাদ জনগণের মাঝে প্রকাশ করতে হবে।