সাঘাটায় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সিন্দুক নিয়ে গেল ডাকাতরা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপা পদুম শহর সন্ন্যাসদহ এলাকা থেকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সংখ্যালঘু পরিবারের বাড়ীতে ডাকাতি করে সিন্ধুক নিয়ে গেল ডাকাতরা।
স্থানীয়রা জানান, উপজেলার সন্ন্যাসদহ নামক এলাকার সংখ্যালঘু পরিবার হরেন্দ্রনাথ সরকারের বাড়ীতে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আরও জানা যায়, পল্লী চিকিৎসক হরেন্দ্রনাথ বাদিয়াখালী থেকে রাতে বাড়ী আসার সময় রেলগেটে আসা মাত্র ডাকাত দলের (১০/১৫জন) সদস্যরা তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বাড়ীতে নিয়ে যায়। বাড়ী যাওয়ার পর হরেন্দ্রের ছোট ভাই রতন কুমার সরকারের ঘরে পৈত্রিক সূত্রে পাওয়া পুরাতন সিন্দুকটি ডাকাত দলের সদস্যরা বাড়ীর অন্য সদস্যদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নিয়ে যায়। পল্লী চিকিৎসক হরেন্দ্র জানান সিন্দুকে বাপ দাদার রেখে যাওয়া স্বর্ণালঙ্কার, কাসার থালা বাসন, জমির দলিল সহ প্রায় ৪/৫ লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিল। এ ঘটনায় ৯৯৯ ফোন দিলে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাসির সকালে ঘটনাস্থলে যায়। এ ছাড়াও পদুম শহর ইউপি চেয়ারম্যান মফিজল হক সহ অন্য সদস্যদের নিয়ে ওই সংখ্যালঘুর বাড়ীতে যায়। এ ব্যাপারে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের আইসি পবিত্র কুমার জানান অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।