বিরলের মোখলেশপুর উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কোবাদ আলী আর নেই
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল উপজেলা বিএনপি’র সাবেক সাধারান সম্পাদক ও বিরল মহিলা কলেজ এর সিনিয়র প্রভাষক মোঃ মিজানুর রহমান এবং জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত আদর্শ কৃষক মোঃ মতিউর রহমান এর পিতা মোখলেশপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কোবাদ আলী অসুস্থতাজনিত কারণে ১৭ আগষ্ট ২০২৪ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ৫ নং বিরল ইউনিয়নের বড়পুড়িয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজেউন) করেছেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ২ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১৮ আগষ্ট ২০২৪ বুধবার সকাল ১০.৩০ টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিববারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।